বাংলাদেশের সাম্প্রতিক কবিতায় তারেক রেজার নিমগ্ন নিবেদন আধুনিক পাঠকহৃদয়ে চৌম্বক-আকর্ষণ তৈরি করেছে। হয়তো তার কবিতার গড়নের ভেতরকার বাক প্রতিমার তীব্রতা আর জীবনবোধের নিবিড় উপস্থিতি পাঠকপ্রিয়তার অন্যতম কারণ। অন্যদিকে তারেক রেজা সমাজ বিচ্ছিন্ন কবি নন বলেই আর্থ-সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, নৈরাশ্য এবং নৈরাজ্যের আবর্তন তার কবি সত্তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাই তার কবিতার রোমান্টিক ভাবের মধ্যেও থাকে সমাজতাত্তি¡ক মনন।
বাংলা কবিতার উত্তরাধুনিক যাত্রায় অনেকেই হাঁটছেন। তবে তারেকের কাব্য যাত্রার পদচিহ্ন একটু ভিন্ন। বিশেষ করে উত্তরাধুনিক চিন্তার সনেট। সনেটের ফর্মের ভেতর চলমান জীবন ও সংস্কৃতির মনস্তাত্তি¡ক প্রেষণা প্রণয়নে অভূতপূর্ব সৃজন ঘটিয়েছেন তার আঙুলের মাতৃভাষা কাব্যগ্রন্থে।
কবিতা কোনো উদ্দেশ্য নির্ভর শিল্প নয়; তবে কবির নান্দনিক রুচির অভিযাত্রায় কোনো কোনো বিষয় বহুমাত্রিক অবয়বের আধার হয়ে উঠতে পারে। এমনটিই ঘটেছে তার এই কাব্যগ্রন্থে। আঙুল প্রেরণার, আঙুল উদ্দীপনার, আঙুল অবদমনের, আঙুল সন্ত্রাসের, আঙুল রহস্যের, আঙুল ভালোবাসা ও ইঙ্গিতেরÑ কতো রূপই না হতে পারে এই আঙুলের! তারেক রেজা আঙুলের মাতৃভাষা সন্ধানে এর পরাচেতন কাঠামোর নান্দনিক নির্মিতির ঘোর তৈরি করেছেন এ কাব্যগ্রন্থে।
তারেক রেজার আঙুলের মাতৃভাষা কাব্যগ্রন্থে অবগাহন নিশ্চয়ই আনন্দদায়ক হবে।
মাসুদুল হক
কবি ও কথাসাহিত্যিক