এই পথ এই কণ্ঠস্বর কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই গ্রন্থে সন্নিবেশিত ‘শেখ মুজিব’ কবিতাটি জাতির পিতা শেখ মুজিব-এর ৭ মার্চের ভষণ থেকে অনুপ্রাণিত অনবদ্য একটি কবিতা। অন্যান্য কবিতা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শহিদদের আত্মত্যাগ, পারিপার্শ্বিক বহুবিধ অন্যায়-অবিচার, জুলুম-শোষণ, ক্ষুধা-দারিদ্র, প্রাকৃতিক ঐতিহ্য থেকে উপার্জিত। কবিতাগুলো ঘুমন্ত পাঠকদের হৃদয়কে অবশ্যই জাগ্রত করবে।
ইতোমধ্যে কবির প্রথম কাব্যগ্রন্থ ‘নিমগ্ন নীলিমা’ পাঠকজনপ্রিয়তা পেয়েছে। পাঠকের অনুপ্রেরণাতেই এই পথ এই কষ্ঠস্বর প্রকাশ করা হল। এই গ্রন্থের কবিতাগুলোকে প্রতিবাদী কবিতা বললে অধিক বলা হবে না; এতে জড়িয়ে আছে স্মৃতি-বিস্মৃতি, প্রকৃতি,কষ্ট ও সত্যের অমোঘ ঘোর।
সব ক্ষেত্রে সত্যের জয় হোক।