ছোট ছোট আনন্দ-বেদনা কারও কারও জন্য হয়তো জীবনের সবচেয়ে বড় আনন্দ কিংবা জীবনের সবচেয়ে বড় কষ্ট কিংবা বেদনার রূপে চিহ্নিত হতে পারে। জীবন অদ্ভুত! জীবনের রূপ হয়তো জীবন নিজেও জানে না। তবুও জীবন নদীর মতো প্রবহমান-নিজেই নিজের রূপ বদলায়-বাঁক খায়-আনন্দ-বেদনায় জড়িয়ে পেঁচিয়ে যায়। এই গ্রন্থে জীবন চলার পথের কিছু ঘটনা আছে-যা আমার আনন্দ-যা আমার বেদনা ও কষ্টের-আছে শেকড়ের গল্প, আছে সমাজজীবনের অসুস্থতা ও অবক্ষয়ের কথা, আছে স্বপ্ন জাগানিয়া গান-সবই জীবন নিংড়ানো। এসবই শৈল্পিক আঙ্গিকে প্রকাশের প্রয়াস।