আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
সত্তরের গণমুখী ছড়াকার আহমেদ জসিম শিশুতোষ ছড়াতেও সমান সিদ্ধহস্ত। শিশুতোষ ছড়ায় তিনি মূলত লোকজ ঐতিহ্যের অনুসারী হলেও তাঁর ছড়ায় শিশুদের জন্যে শিক্ষণীয় বার্তাও লক্ষণীয়। এই বৈশিষ্ট্যই তাঁকে আলাদা করেছে। যেমন :
খাওয়া-ঘুম নিয়মিত,
কাজ করো পারো যত।
অতি ঘুমে ক্ষতি হয়,
বেশি খাওয়া ভালো নয়।
বেশি কাজ, তাও ক্ষতি,
মাঝে মাঝে লাগে যতি।
তাঁর অগণিত গণমুখী ছড়াতে রাষ্ট্র-সমাজের নানা অসঙ্গতির ছবি উঠে এসেছে। তিনি, বিশেষত, খেটে-খাওয়া মানুষের দুঃখ-কষ্ট অবলোকন করেন পরম মমতায়। যেমন :
যায় দিনমান খেটে খেটে,
ক্ষুধার আগুন জ¦লছে পেটে।
হায়রে ক্ষুধা! হায়রে ভাত!
জাগবে মানুষ অকস¥াৎ।
এই সৃজন-পটু ছড়াকারের আরো সৃজনসাফল্য কামনা করি।
ফারুক মাহমুদ