সত্তরের গণমুখী ছড়াকার আহমেদ জসিম শিশুতোষ ছড়াতেও সমান সিদ্ধহস্ত। শিশুতোষ ছড়ায় তিনি মূলত লোকজ ঐতিহ্যের অনুসারী হলেও তাঁর ছড়ায় শিশুদের জন্যে শিক্ষণীয় বার্তাও লক্ষণীয়। এই বৈশিষ্ট্যই তাঁকে আলাদা করেছে। যেমন :
খাওয়া-ঘুম নিয়মিত,
কাজ করো পারো যত।
অতি ঘুমে ক্ষতি হয়,
বেশি খাওয়া ভালো নয়।
বেশি কাজ, তাও ক্ষতি,
মাঝে মাঝে লাগে যতি।
তাঁর অগণিত গণমুখী ছড়াতে রাষ্ট্র-সমাজের নানা অসঙ্গতির ছবি উঠে এসেছে। তিনি, বিশেষত, খেটে-খাওয়া মানুষের দুঃখ-কষ্ট অবলোকন করেন পরম মমতায়। যেমন :
যায় দিনমান খেটে খেটে,
ক্ষুধার আগুন জ¦লছে পেটে।
হায়রে ক্ষুধা! হায়রে ভাত!
জাগবে মানুষ অকস¥াৎ।
এই সৃজন-পটু ছড়াকারের আরো সৃজনসাফল্য কামনা করি।
ফারুক মাহমুদ