আমাদের সামাজিক স্তরের একটি বিশেষ শ্রেণির মানুষেরা ছা-পোষা মানুষ নামে সুপরিচিত। এরা অতিমাত্রায় নম্র্র ও ভদ্র হয়ে থাকে। এরা স্বল্প আয়ের এবং প্রচন্ড পরিবারকেন্দ্রিক হয়। এদের কোনো উচ্চস্তরের আত্মীয় স্বজন থাকে না। এরা সুবিধা বঞ্চিত শ্রেণি হওয়াতে সকল বিপদ-আপদ ও সামাজিক ভিড়-ভাট্টাকে এড়িয়ে চলতে চায়। কারণ এরা জানে যে এদের বিপদে কেউ কখনও এদের পাশে এসে দাঁড়ায় না। তাই এরা কখনোই সামাজিক রীতিনীতির বিরুদ্ধাচারণ করে না। শিষ্টাচারে মোড়া এই মানুষগুলি মনের ভেতরে বিপ্লব ও বিদ্রোহ পুষলেও সেগুলোকে কখনও বের হয়ে আসতে দিতে চায় না। “ছা-পোষা মানুষ” বইটিতে এই বিশেষ শ্রেণির মানুষগুলির জীবনযাত্রা তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে।
ফুয়াদ স্বনম