কবিতা সাহিত্যের এক শক্তিশালী মাধ্যম, যা দীর্ঘকাল পাঠক হৃদয়ে স্থায়িত্ব লাভ করে। কবি কবিতার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকে সাহিত্য জগতে পাঠক হৃদয়ে।
সত্য ও সন্দরের জন্য কবিতা- কবিতা ভালোবাসতে শেখায়, কবিতা প্রতিবাদী বানায় আবার কবিতা স্বৈরাচার তাড়ায়। ‘হারানো দিন’ কাব্যগ্রন্থটির কবিতাগুলো এর ব্যতিক্রম নয়।
বিভিন্ন প্রেক্ষাপটে লিখিত কবিতার সমন্বয়ে মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, প্রকৃতি, প্রেম ও জীবনধর্মী কবিতার কল্পচিত্রে এ কাব্যগ্রন্থের কবিতাসমূহ চিত্রায়িত হয়েছে যা কাব্যপ্রেমিক পাঠক হৃদয়ে আনন্দের সাথে সমাদৃত হবে।
এছাড়া শতাব্দীর ভয়াবহ বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের তান্ডবে ভূলুন্ঠিত মানবতা, বিপর্যস্ত মানব জীবন, এর করুণ বাস্তবতার নিরিখে করোনার হিংস্রতা ও বিষাক্ত ছোবল, আগামী প্রজন্মের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে করোনা ভাইরাস সম্পর্কিত কিছু কবিতার করুণ বাস্তব কাব্যচিত্রও আগামী প্রজন্মের নিকট কালের সাক্ষি হয়ে থাকবে।