ধূসর ধরনীর কঠিন শিলার আঘাতে স্তব্ধ যখন সব, বাস্তবতার যাঁতাকলে পিষ্ট যখন অন্তরীক্ষের অন্তর্নিহিত ইচ্ছেগুলো, ভালোবাসার দিগ্বিদিক ছুটোছুটি, ঠাঁই নেই কোথাও। সমাজের নিপীড়িত মানুষগুলোর বেঁচে থাকার ইচ্ছেটা যখন মরে যায় ঠিক তখনই নিবিড় মমতায় কোমল আলিঙ্গনের চির ইচ্ছেটা যেন মাটির সাথেই একাত্ম হয়। চিড় ধরা মাটিও একটু তৃষ্ণা মেটাতে আকাশের পানে তাকিয়ে স্বপ্ন দেখে। অভাব অনটনে ধুলোমাখা অধরে বেঁচে থাকা মনন, মাটির সোঁদা গন্ধ গায়ে জড়িয়ে সুখনিদ্রায় অপেক্ষা ভোরের।
'মৃত্তিকা' গ্রন্থটিতে বাস্তবতার সাথে কিছুটা ভাবনার সম্মিলন। কিছুটা প্রেম, দুফোঁটা জল, আলো আঁধারের প্রাচীর পেরিয়ে অপেক্ষমাণ স্নিগ্ধ সকালের মুক্তো ছড়ানো সবুজ ঘাসে জড়ানোর আকুতি। মিলে কি প্রাপ্তি? কখনো হয়তোবা, আবার কখনো নয়। এমন ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট খণ্ডচিত্র যখন হৃদয়ে ঠাঁই নেয় ঠিক তখনই কল্পনার ভেলায় চড়ে সেখানে নিজের অবস্থান তৈরীর চেষ্টা, সাথে ভাবনার জোনাকিরা দলবেঁধে সুতোর বুননে একেকটা লাইন করে নেয়।