জন্ম ৩ ডিসেম্বর ১৯৭৫। বাবা আব্দুল লতিফ, মা আফরোজা বেগম। কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন। ২০০৫ সালে বিসিএস (শিক্ষা) কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পূর্বে দৈনিক সমকাল পত্রিকায় সাংবাদিকতা করতেন।
তিনি একজন আবৃত্তিশিল্পী। আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র সাথে যুক্ত হয়ে মঞ্চ, বেতার এবং টিভিতে কাজ করছেন পনের বছর যাবত।
গান রচনা করেও প্রশংসা কুড়িয়েছেন। ২০২৩ সালে বিশ^ নারী দিবস উপলক্ষ্যে অবমুক্ত হয়েছে তাঁর রচিত ‘ছায়াসঙ্গী’ গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির সুর করেছেন স্বনামধন্য সেতারশিল্পী রীনাত ফওজিয়া। দেবশিশু, ছড়াগান শীতকালে পিঠাপুলি, জলতরঙ্গ, গুহার ভিতর প্রেম গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন। মেঘদূত থিম গানটিও তাঁর রচিত।