নাহিদ জাহান খান
জন্মস্থান - থানাপাড়া, কুষ্টিয়া।
সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া থেকে ১৯৮৯ সালে এস এস সি এবং সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া থেকে ১৯৯১ সালে এইচ এস সি পাশ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি, এ (অনার্স) করেন।
ছাত্রজীবনেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে। স্কুলের ম্যাগাজিন ও দেয়াল পত্রিকায় তার লেখা প্রথম প্রকাশিত হয়। দেশের মানুষ, প্রকৃতি, মানুষের সুখ-দুঃখ, আশা, স্বপ্ন, বেদনা, জীবন যাপন তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। তিনি ১৯৯২ সালে ডা. মোঃ আব্দুস সবুর এর সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন। তিন কন্যা এবং এক পুত্র সন্তান তার।
সপ্তবেণু তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।