Category:রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার: অনুবাদ ও ইংরেজি
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
লিয়াম ক্যাস—সুদর্শন, ভালো ছাত্র এবং চমৎকার বিতার্কিক৷ গোলযোগ শুরু হয় তার সহপাঠী অলিভিয়া নিখোঁজ হবার মাধ্যমে৷ পুলিশের ধারণা খুন হয়েছে মেয়েটা৷ ভয়াবহ ব্যাপারটা হচ্ছে নিখোঁজের আগে অলিভিয়াকে শেষবার দেখা গেছে লিয়ামের সাথেই৷ সন্দেহের তালিকায় সবার আগে লিয়ামের নাম৷ লিয়ামের মা এরিকার মনে নিজের ছেলেকে নিয়ে সন্দেহ থাকলেও সে বিশ্বাস করতে চায় তার সন্তান সম্পূর্ণ নির্দোষ৷ রহস্য যতই খোলাসা হচ্ছে, লিয়ামের অপরাধ ততই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে।
কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা কি এরিকা করবে না কতটা দূর সে যাবে ছেলেকে বাঁচানোর জন্য পাঠক, এবার হারিয়ে যান ফ্রিডা ম্যাকফেডেনের দুর্দান্ত মনস্তাত্ত্বিক রোমাঞ্চের অন্ধকার জগতে৷ যেখানে রহস্যের সাথে সাথে আপনিও পদে পদে চমকে উঠবেন৷ যখন উন্মোচিত হবে সকল সত্য, তখন বইটি বন্ধ করবেন চমৎকার এক তৃপ্তি নিয়ে৷
Report incorrect information