Category:ইসলামি বিবিধ বই
কিতাবটি 'হজ্জ-উমরাহর নিয়ম-পদ্ধতি ও জরুরি মাসাইল এবং মক্কা-মদীনার ইসলামী ঐতিহাসিক স্থানসমূহ' বিয়য়ে একটি সংক্ষিপ্ত ও সমৃদ্ধ কিতাব। উপস্থাপনা সহজ, ভাষা গতিশীল ও সাবলীল। কুরআন, হাদীস ও বড়দের কিতাবাদী থেকে সংগ্রহ করে উপকারী এই কাজটি করেছে আমার স্নেহধন্য ছাত্র (মাওলানা) মুহাম্মাদ রেজাউল ইসলাম। কিতাবটি সাধারণ মুসলমানদের জন্য একটি সংক্ষিপ্ত পথনির্দেশক হিসাবে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বিশেষত বাইতুল্লাহর মুসাফির তথা হজ্জ-উমরাহয় গমনকারীগণ এ কিতাব অধ্যয়নে উপকৃত হবেন বলে আমি মনে করি। আল্লাহ পাকের তাওফীকে কিতাবটি আদ্যোপান্ত আমার দেখার সুযোগ হয়েছে। এর দ্বারা ঈমানদার ভাই- বোনদের হজ্জ-উমরাহর আমলের ক্ষেত্রে সামান্য সহযোগিতা হলেও শ্রম স্বার্থক হবে।
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি কুরআন নাযিল করেছেন এবং কুরআনকে মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সাব্যস্ত করেছেন। যা পরিপূর্ণ আলো, আলোর দিশারী। যা নিকশকালো আঁধারের মাঝে আলোর ফোয়ারা।
পথহারা মানুষের জন্য সঠিক পথনির্দেশিকা। দুশ্চিন্তাগ্রস্থ মানুষের দুশ্চিন্তা দূরকারী। অভাবী ব্যক্তির অভাব মোচনকারী। ধনীদের সম্পদ পবিত্রকারী। দুঃখীদের দুঃখ বিদূরিতকারী। এক কথায় মানব জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাকারী। সকল সমস্যার সমাধানকারী।
যারা তাঁকে সামনে রাখবে, তারা সম্মানিত হবে। যারা তাঁকে পশ্চাদে ফেলবে, তারা লাঞ্ছিত হবে। প্রত্যেকে তার মানা-না মানার অবস্থা অনুপাতে ফল ভোগ করবে। কিন্তু এর জন্য আগে জানতে হবে। জানার পরিধি বাড়াতে হবে। সঠিক বিষয় বিস্তারিতভাবে জানতে হবে যদিও বিষয়বস্তু হাতেগোনা কয়েকটা হয়।
সেই পরিপ্রেক্ষিতেই অধমের এই যৎসামান্য প্রচেষ্টা ‘এ পথেই সুখের ছোঁয়া'।
দীর্ঘদিন যাবত কুরআন-হাদীসের পথ ধরে উম্মতের কিছু খেদমত করার ইচ্ছা অনুভব করছিলাম। হৃদয়ের এই প্রচণ্ড আগ্রহের কথা আমার মুরুব্বি ইবনে শাইখুল হাদীস আলহাজ হযরত মাওলানা মাহবুবুল হক্ব (দা. বা.)-এর কাছে প্রকাশ করলাম। তিনি অনুমতি দিলেন। আমি পিপাসা নিয়ে কাজ শুরু করলাম ।
এবং আল্লাহর অশেষ কৃপায় বর্তমানে কিতাবটি পাঠকের হাতে। কিতাবটিকে আমি পাঁচটি অধ্যায়ে সাজিয়েছি। (১) কতিপয় আয়াত। (২) কতিপয় হাদীস। (৩) কুরআন কারীমের ফযীলত ও ফযীলতপূর্ণ সূরাসমূহের সংক্ষিপ্ত বিবরণ। (৪) কতিপয় কুরআনী দোয়া ।
(৫) কতিপয় নববী আমল। যাতেকরে জীবন চলার পথে বহু সমস্যার সমাধান একই সাথে এক কিতাবে সংক্ষিপ্ত আকারে হলেও হাতের মুঠোয় চলে আসে। অবশেষে তাঁরই অপার করুণা ।
Report incorrect information