হ্যালো,
হানি বানী ... ... ...
নাম তো দিলাম “রনি বাণী”, কিন্তু জীবন সম্পর্কে আমি কতটুকুই বা জানি। বইটা একটু মজা করেই লেখা ।
তবে সব কথা যেমন বাণী না,
তেমনি সব কথা ফানিও না।
প্রায় সবই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময়ে লেখা। কিছু আইডিয়া হয়তো অন্যের সাথে মিলে গেছে । আবার ২/১ টা লেখা কিছু পিএইচডি ডিগ্রী ধারীদের মত বিভিন্ন জায়গা হতে সততার সহিত চৌর্যবৃত্তি করেছি। ভুলত্রুটি ক্ষমা করে যতটুকু ভাল লাগে ততটুকুই গ্রহণ করবেন।