জীবনের শুরুতে জীবনটাকে কিন্তু খুব একটা ছোট্ট বলে মনে হয় না বরং এর উল্টোটাই মনে হয়। জীবনের ব্যাপ্তি নিয়ে চিন্তা করলে মনে হয় শ'খানেক বছর না হলেও অন্তত সত্তর বা আশি, নিদেন পক্ষে পঞ্চাশ ষাট বছর তো বেঁচে থাকবোই! এমন একটা বেঁচে থাকার আশা বা ইচ্ছে আমাদের সবার মধ্যেই হয়তো অবচেতন ভাবে কাজ করে থাকে। তাই যৌবনের শুরুতে যদি কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কিছু, ধর্ম কর্ম, ইত্যাদি করতে বলা হয়, তখন জবাবটা হয় সাধারণত এ ধরণের, “ওগুলো করার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে সারাটা জীবনই তো সামনে পড়ে আছে!"
কিন্তু পাঠক, আসলেই কি আপনার জীবনটাতে এতো সময় আছে? কতো বড় আপনার এ জীবনটা? কতো কী করার মতো সময় আছে আপনার হাতে?'
রঙ বেরঙ’ গল্পগ্রন্থের প্রতিটি পাতায় এভাবেই কথাশিল্পী ম আবদুল হক সাজিয়েছেন নিপুন জীবনকথা। সেই কথার জালে আবদ্ধ হতে চাইলে সংগ্রহ করতে পারেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবিাংলা থেকে প্রকাশিত গ্রন্থটি