1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 80TK. 60 You Save TK. 20 (25%)
Related Products
Product Specification & Summary
আজ ছয় মাস পর সুপ্তিদের দেখা হবে। দেখা মানে ওরা চার বন্ধবী মিলে গল্পগুজব করবে, আড্ডা দিবে। একেকবার একেকজনের বাসায় তাদের এই আডডাটা হয়। সাধারনত তিনমাস পর পর দেখা সাক্ষাৎ হয়। কিন্তু গত ছয় মাস ওদের দেখাই হয়নি। শেষবার ফিমাদের বাসায় সবাই আসলো পরে নানা কারনে আর হয়ে উঠে নি। এবার রোটেশন অনুযায়ী সুপ্তিদের বাসায় হওয়ার কথা ছিল কিন্তু সুপ্তি তার বাসায় না করে অন্য কোথাও মিট করতে বলেছে।
জায়গা হিসেবে ঠিক হল প্রাক্তন কলেজের পাশে একটা ফাস্টফুডের দোকান। বেলা আর ফিমা আগে আগে এসে জায়গা ঠিক করে রাখবে পরে অন্য দুজনকে সেখানে আসতে বলবে।
বেলা একটা ফাস্ট ফুডের দোকানে ঢুকে বিরক্ত মুখে বের হয়ে এসে ফিমাকে বলল- “ আজ কাল কী ফুল নেসা কলেজের ক্লাস-টাস হয় না 66 নাকি? সব মেয়ে দেখি রেস্টুরেন্টে বসে প্রেম করছে।"
ফিমা বলল "চল আরেকটায় যাই।"