আমার ছোট্ট মেয়ে দানিয়া। ও সরি,মীর দানিয়া মুশতারি। কারন শুধু দানিয়া লিখলে ও আবার মন খারাপ করবে। হঠাৎ একদিন আমাকে বললো, বাবা আমি পাখি পালবো, আমাকে পাখি কিনে দিবা।
আমিঃ মা তুমি তো এখনও ছোট, তুমি পাখির যত্ন নিতে পারবা না।
দানিয়াঃ আমি তো বড় হয়ে গেছি, আমার বয়স সাত বছর, আমি যত্ন নিতে পারবো, তুমি কিনে দিবা বলে গাল ফুলিয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি ফেলছে।
আমিঃ মা শোন লক্ষি আম্মু শোন, কাঁদে না মা। তুমি কাঁদলে আমারও কান্না পায়।
ওর মা মানে আমার বউ পাশের ঘর থেকে এসে বলে, তুমি মেয়েটাকে কেনো কাঁদাচ্ছো? একটা পাখিই তো চেয়েছে, কিনে দিবা। ঠিক আছে আম্মু এবার কান্না থামাও আমি তোমার বাবাকে বকে দিছি। চলো খেতে চলো।
দানিয়াঃ না, আমি খাবো না বলে চোখ মুছতে মুছতে বলছে, বাবা কাল আমাকে নিয়ে পাখি কিনতে যাবা ঠিক আছে?
দানিয়ার পাখি ও গোয়েয়য়ালিি