হয়তো রাগ করেছো, অথবা অভিমান, না হয় ভুল বুঝা, কারন-- আমি খুবই সাধারণ, হয়তো সবার মতো নই, হয়তো তোমার মনের মতোও নই, আমি বলি কি জানো তো। আমি একটু বেশিই আমার মতো।
হয়তো রাগ করেছো, ভাবছো? আমি একটু কেমন জানি, বেরসিক, না হয় বেশি বুঝি, বা অন্য রকম আরো কিছু কারন। আমি একটু বেশিই, "আমার মতো"।
হয়তো রাগ করেছো, ভাবছো? আমি একটু জেদি, একটু অবাধ্য, একটু রাগি, বা আরও অন্য কিছু আমি বলবো, জানো? আমি না একটু বেশিই, "আমার মতো।" হয়তো রাগ করেছো, অথবা মান, না হয় রাগটা একটু বেশিই, আমি একটু বেশিই- আমার মতো