বাংলাদেশের বিভ্রান্তি। মহাকালের বিভ্রান্তি। যুগযুগান্তরের বিভ্রান্তি। ইতিহাসের পাতায় পাতায় বিভ্রান্তি। ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত বিভ্রান্তি। ধর্মের নামে বিভাজনের বিভ্রান্তি। প্রাচীনকালে, মধ্যকালে অথবা আধুনিক-উত্তর আধুনিককালের ইতিহাসে অর্থাৎ ইতিহাসের আদি থেকে অন্তে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সুকৌশলে 'নিরপেক্ষ ইতিহাস' চর্চার নামে নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তাই ভিনদেশি সেন-শাসকরা ধর্মের দাঁড়িপাল্লায় আক্রমণকারী বিদেশি হলেও একই দাঁড়িপাল্লায় মুহাম্মদ বখতিয়ার আলখলজিকে স্বদেশি, বিজেতা ও মুক্তিকামী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলার মাটিতে জলে বাতাসে বেড়ে ওঠা মহারাজা লক্ষণ সেন (১১৭৮-১২০৬) শুধুমাত্র তার পূর্বপুরুষরা কর্ণাটদেশ থেকে বাংলায় আসার কারণে তিনি ওই বিশেষগোষ্ঠীর ইতিহাসে দখলকারী হলেও একই মাপকাঠিতে সুলতান গিয়াছ আদ দীন আজম শাহ (১৩৯০-১৪১১) অথবা নওয়াব ছিরাজ আদ দোলা (১৭৫৬-১৭৫৭) এই মাটির সন্তানের ভালোবাসা পাচ্ছেন।