আজকের বিকেলটা খুব সুন্দর। বাড়ির বড় মেয়েটি বারান্দায় বসে আছে একা। আজ জুন মাসের ২৭ তারিখ ১৮৮৬ সাল। মেয়েটি আজ ছয় বছরে পা দিলো। আমেরিকার আলাবামা শহরটিতে তাদের বাড়ি। মেয়েটির মাথায় সোনালী রঙের কোঁকড়ানো চুল। সে সূর্যের দিকে তাকিয়ে ছিলো কিন্তু তার চোখে পলক পড়ছিলো না। তাদের বাড়ির বাগানে গোলাপ ফুটেছে। বাগানের এক পাশে গাছ-গাছালির কাছে তাদের ঘোড়াটি বাঁধা রয়েছে।
আজকের বিকেলটা ঘোড়ায় চড়ার মতো উপভোগ্য হতে পারতো, কিন্তু মেয়েটি মুখ ভার করে বসে আছে। মুখের দিকে তাকালে মনে হবে সে রেগে আছে। মেয়েটির গায়ে যদিও রোদের তাপ লাগছে কিন্তু অন্ধকার ছাড়া সে আর কিছুই দেখতে পায় না। কারণ ওই ছোট সুন্দর মেয়েটি দৃষ্টিহীন। সে গোলাপের গন্ধ নিতে পারে, কিন্তু সে গোলাপের রং দেখতে পায় না।