8 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 450TK. 389 You Save TK. 61 (14%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
আবৃত্তি জনপ্রিয় শিল্পমাধ্যমগুলোর অন্যতম। বাক্শিল্পের মাধ্যমে প্রগতিশীল চেতনা জাগরণে সাংগঠনিক আবৃত্তি চর্চার ভূমিকা স্বীকার্য। আর আবৃত্তির জন্য কবিতা নির্বাচন নিতান্তই আবৃত্তিশিল্পীর ওপর নির্ভরশীল। তাছাড়া আবৃত্তি উপযোগী ও অনুপযোগী কবিতার শ্রেণিবিন্যাস গুরুত্বপূর্ণ কিছু নয়। দেখা গেছে, কোনো একজন আবৃত্তিকার যে কবিতাকে আবৃত্তি অনুপযোগী বলে বাদ দিয়েছেন, সেটিই অন্য কারো কণ্ঠে হয়ে উঠেছে অসাধারণ বাঙ্ময়।
কবি ও পাঠকের মনস্তাত্ত্বিক দূরত্ব নিয়েই কবিতা কালের স্বাক্ষর বহন করে। প্রকৃত কবিরা যুগ ও যুগের ভাষা থেকে এগিয়ে থাকে সবসময়। কবিকে বুঝতে না পারা পাঠকের সংখ্যা যেমন অগণ্য, কবিতা বুঝতে পারা পাঠকের সংখ্যা তেমনই নগণ্য। তাইতো বাচিকশিল্পীরা নির্বাচন করে শ্রোতার কাছে অনায়াসে পৌঁছা যায় এমনসব কবিতা।
কবিতা সমঝদার দেখেন শব্দবুনন ও ভাবের গভীরতা। আর আবৃত্তিশিল্পী খোঁজেন শ্রোতার সহজ হৃদয়ঙ্গমের বিষয়টি। অনেক জনপ্রিয় কবিতা রয়েছে, যেগুলো জনপ্রিয় হয়েছে শুনতে ভালোলাগার কারণে। শুনতে ভালো লাগলেও শব্দের বুনন ভেদ করে কবিতার অভ্যন্তরে পৌঁছার সামর্থ থাকে না সর্বসাধারণের। তাই বোধের জায়গা থেকে কণ্ঠাভিনয়ের মাধ্যমে কবিতার উপস্থাপন গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কবিতা নির্বাচন ও সংগ্রহের ক্ষেত্রে বহুলপঠিত এবং প্রকাশিত সংকলনের সহায়তা নেওয়া হয়েছে। প্রচেষ্টা ছিলো কবিতাগুলোর সর্বশেষ সংস্করণ সংযোজনের। সাজানো হয়েছে কবি নামের আদ্যবর্ণক্রম অনুসারে। প্রণামী প্রদানের সাধ্য নেই, প্রিয় কবিগণের প্রতি প্রণাম রইলো। ইচ্ছা থাকলেও সীমিত পরিসরে সকল কবির কবিতা সংযোজন সম্ভব হয়নি। সংকলনটি যদি আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত কারো সামান্য উপকারে আসে, আমাদের শ্রম সার্থক। জয়তু আবৃত্তি।