আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
আরিফ দেওয়ানের প্রেমসংগীত ধারার গানগুলোতে মূলত আত্মদর্শন, আত্মশুদ্ধি সর্বোপরি প্রেমদর্শন চ‚ড়ান্তভাবে উচ্চকিত হয়েছে। সাধন-ভজনার সমস্ত ভাবসম্পদ তাঁর ধ্যানী এবং প্রজ্ঞাময় জীবনদৃষ্টির বহিঃপ্রকাশ। তিনি আপাদমস্তক একজন কবি, একজন ধ্যানী, একজন ভাবুক, প্রেমিক এবং চিন্তক। তিনি মানবতাবাদী সাধক কবি এবং শাশ্বত মানবমুক্তির ব্যতিক্রমী দূত। অসাধারণ বাণী-মাধুর্যে সুশোভিত, বিষয়-বৈচিত্র্যের সমাহার, ভাব-সৌধ নির্মাণে এবং সুরের ইন্দ্রজালে দেওয়ান আরিফের প্রেমসংগীত আমাদের এমন এক ঐশী প্রেমের সরোবরে অবগাহন করতে অনুপ্রাণিত করে-যে চিরায়ত ভাবলোক এক অতীন্দ্রিয় প্রশান্তির আশ্রয়স্থল। এই ভুবনেই পরম আরাধ্য প্রেমাস্পদের বাস। নিত্য সেখানে প্রেমিক-প্রেমাস্পদের লীলা-উপভোগ চলে। এই ভাবলোকই চির আনন্দলোক।