ভালোবাসা শব্দটির আরেক নাম অভিমান। অবহেলায় অভিমান জমে হয় দুঃখের নদী। কোন অভিযোগ নয় , তোমার জন্য রেখে গেলাম অবহেলার আবেগে জড়ানো শেষ বিকেলের কিছু জমে থাকা অভিমান। অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকষ্টের ব্যাপার যে কেউ সেখানে স্পর্শ করতে পারে না। অভিমান শুধু ভালোবাসার মানুষের সাথেই করা যায়। ভালোবাসা হবে খোলা আকাশের মত সেখানে থাকবে বিশ্বাস ,যত্ন। অভিমান নামক শব্দটিকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে। নিয়মিত পরিচর্যা ,যত্ন আর ভালবাসার অভাবে হারিয়ে যায় আবেগী অভিমানীরা। ভালোবাসার অপর পাশে জন্ম নেয় এক -একটি অভিমানী। অভিমান আর ভালোবাসার সংমিশ্রণে কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে।