কিশোরবেলা দেশের বরেণ্য কবি বিমল গুহের আত্মকথার আদলে বলা এক বিশেষ সময়ের কাহিনী। এতে উঠে এসেছে বিশ শতকের শেষার্ধের সমাজব্যবস্থা, কবির বেড়ে-ওঠা ও তাঁর যাপিত সময়ের পুরো বৃত্তান্ত।
কবির জন্ম সেই বায়ান্ন সালে যখন পূর্ববাংলার মানুষ স্থির হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বার বার হোঁচট খেয়ে পড়েছে। কবি শিশুকাল পেরিয়ে কৈশোরে উত্তীর্ণ হওয়ার সময়টি হচ্ছে সেই উত্তাল ঊনসত্তর, আর বিক্ষুব্ধ সত্তর। সেখানে কবি অতিক্রম করেছেন তাঁর শৈশব-কৈশোর। কবি তাঁর কাহিনী বলার চাতুর্যে শৈশবের গ্রামীণ সমাজ পরিপূর্ণভাবে তুলে এনেছেন সুনিপুণ দক্ষতায়। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার তখন এক অনুন্নত গ্রাম বাজালিয়ায় জন্মগ্রহণ করে নানান প্রতিকূল পরিবেশ পেরিয়ে কবিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হতে হয়েছে সেই সময়-পরিসরে। সুখপাঠ্য গদ্যভঙ্গিতে লেখা এই স্মৃতিকথা পাঠকের জন্য এক অনন্য গ্রন্থ।