সাম্প্রতিক সময়ে এক ক্ষুদে আবৃত্তিকারের আবৃত্তি শোনার পর থেকেই মনে হয়েছে, আবৃত্তি উপোযোগী যে কটি কবিতা সংকলনগ্রন্থ করেছি তার মধ্যে সবার আগে ছোটদের সংকলন করা উচিত ছিল। এই সব ক্ষুদে আবৃত্তিকার যারা হাত-পা ছুড়ে, চোখ পাকিয়ে কবিতার বোধকে ফোটাতে চায় অঙ্গভঙ্গির মাধ্যমে, তারাই হবে আগামী দিনের সফল আবৃত্তিকার। এমন আবৃত্তিচর্চার মাধ্যমেই একদিন তারা শিখে যাবে কেবল কণ্ঠের ব্যবহারেই আবৃত্তির বোধকে প্রকাশ করার পদ্ধতি। ‘ছোটদের ১০০ কবিতা” সংকলন শুধুই এইসব ক্ষুদে আবৃত্তিকারের জন্য।