হৃদয় হারিয়ে ফেলার আকুলতা নিয়ে অচেনা-অজানা একজনের নামে মামলা ঠুকে দেওয়ার মনোভাব পোষণ করেও শেষমেষ ভালোবাসাতেই স্থির হন কবি ফাতিন ইশতিয়াক ফয়সাল। তার অসংখ্য কবিতার শরীর জুড়ে মূলত এ ভালোবাসাই আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। এ ছাড়া তার কবিতায় রয়েছে প্রকৃতি, দেশ, সমাজ, রাষ্ট্র, মানুষ আর বিরহ-বিচ্ছেদও। তার কবিতার বয়ান কখনও প্রতিবাদী, আবার কখনও নরমকোমল।
ফাতিন ইশতিয়াক ফয়সালের কাব্যভাষায় একটা স্নিগ্ধতা আছে, রয়েছে মায়াও। তার কবিতার পরতে পরতে রয়েছে সৌন্দর্য ও নান্দনিকতা। আশ্চর্য এক দক্ষতায় প্রাঞ্জল ও সরল ভাষার ব্যবহার তিনি কবিতায় ঘটিয়েছেন। আবেগ আর বাস্তবতা মিলেমিশে তার কবিতায় একাকার। পাঠক তার কবিতা পাঠ করতে-করতে চমৎকৃত হবেন, মুগ্ধতার আবেশে আবিষ্ট হবেন। একজন অনতিতরুণ কবির জন্য এটাই হলো সবচেয়ে বড়ো পাওয়া। তার ‘গোলাপের নামে নাম’ কবিতাবইটি পাঠকসমাজে বিপুলভাবে সমাদৃত হোক, এটাই প্রত্যাশা।