শহরের বিচিত্র জীবন। আনিকা, পল্টু, রহিমা কখনো বা মতিন। বিচিত্র নগর জীবনের মাঝে প্রশান্তির এক পশলা বৃষ্টির মতোই তাদের অবস্থান।
জটিল লেইস ফিতার সমীকরণ! যেন ঘন কুয়াশার আবর্তে থাকা ব্ল্যাকহোল!
আনিকার মনে কিছু একটা আকাঙ্ক্ষা, অন্তর্যামী জানেন সেই আখাঙ্খার আসল রহস্য।
শূন্য হয়ে এসে শূন্যতে মিলিয়ে যাচ্ছে কেউ কেউ।
মোহাম্মদপুরের ছোট্ট এক গলিতে, কতকাল ধরে চলছে বিভিন্ন নাটকীয়তা। কখনো শরীফ, ময়না, মাসুম কিংবা মাসুমের স্ত্রী চন্দনাদের বিভিন্ন চলচ্চিত্র।
মুখে থাকছে এক, অন্তরে আরেক।
অন্যদিকে লেইস ফিতার বাক্স ধরে প্রতীক্ষা করছে কোন একজন।
কি এমন আছে ওই বাক্সে!
কোথায় চলেছে হোসেন!
খুবই জটিল ব্ল্যাকহোলের মতো উপাখ্যান,
যা কখনো ম্লান হওয়ার নয়।
চিরতরে নীহারিকার সন্ধানে চলছে লেইস ফিতার জাদুর বাক্স।
লেইস ফিতার এই জাদুর বাক্সের আড়ালে রয়েছে বিভিন্ন রহস্যের ঘনঘটা, এই রহস্যের সমাধান শেষ পর্যন্ত হবে কি?