আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
২০২৪ সালের একুশের বই মেলায় মোঃ জাকির হোসেন মুন্সী রচিত “একুশের একুশ’’ কাব্য গ্রন্থটি স্বল্প পরিসরে চমৎকার বর্ণ বিন্যাশ, শব্দের ব্যবহার প্রতিটি পদ্য একটি নির্দিষ্ট চরণ ও বর্ণ সীমায় আটকে দিয়ে ছন্দ ও বস্তুনিষ্ঠ কবিতা উপহার দিয়েছেন। সজাগ দৃষ্টিও দিয়েছেন প্রতিটি কবিতার নাম করনের দিকেও । আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্যদিয়ে স্বাধীনতার বীজ বপন শুরু হয় । এ থেকেই দিনে দিনে স্বাধীনতার সংগ্রাম বেগবান হয়। অবশেষে ৭১’র স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা আর এ যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের উদ্দেশ্যে রচিত এ কাব্য গ্রন্থ। এ গ্রন্থে সাতজন বীর শ্রেষ্ঠকে স্মরণ করে প্রতিটি কবিতার শিরোনাম সাত বর্ণে রচিত এবং ৫২’সালের ফেব্রুয়ারীর ২১ তারিখে ’’রাষ্ট্রোভাষা বাংলা চাই’’ দাবীতে মিছিলে পাক হানাদার বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে প্রতিটি স্তবক ২১ বর্ণে ও প্রতিটি কবিতা ২১ চরণে রচনা করেছেন। বাংলা ভাষায় একুশকে বিভিন্ন দিকে ইঙ্গিত করেছেন, যেমন আমারা একবিংশ শতাব্দী পার করছি-এ দিকে লক্ষ্য রেখে গ্রন্থটিতে মোট ২১টি কবিতায় সাজানো হয়েছে এবারের একুশের বই মেলা। তাছাড়া গাণিতিকভাবে কতটি চরণ ব্যবহার করা হয়েছে বা যুক্তবর্ণ মিলে কতটি বর্ণ এ গন্থে আছে হিসাব কষে বলা যায়- কাব্য গ্রন্থে মোট [২১২১] = ৪২১টি চরণ ও যুক্তবর্ণ মিলে মোট [২১৭২১] = ৩০৮৭টি বর্ণের ব্যবহার করা হয়েছে।
এ কাব্যগ্রন্থে প্রতিটি কবিতা একুশ চরণে, চরণ সপ্ত বর্ণে, স্তবক একুশ বর্ণে রচিত। বাংলা ভাষায় কার্শিমা বা কৌশণপূর্ণ গাণিতিক ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য তার এ অনবদ্য সৃষ্টি “একুশের একুশ’’ । চমৎকার শব্দের ব্যবহার, শ্রুতি মধুর ছন্দেরও যথেষ্ট মিল পরিলক্ষিত হয়েছে এ গ্রন্থের কবিতায়। একবিংশ শতাব্দীর কৌশলপূর্ণ এ কবিতা সত্যিই অন্যতম ও ব্যতিক্রম ধর্মী এক অনন্য কাব্য গ্রন্থ। আমি এ ধরনের কাব্য গ্রন্থ রচনার জন্য তার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।