ছবির মতো সুন্দর গ্রাম আরশিছড়ি। সেই গ্রামের কলেজে শিক্ষকতা করতে এসেছিল তরুণ শিহাবউদ্দিন। সেখানে প্রিন্সিপ্যালস্যারের মেয়ে পূরবীর সঙ্গে তার পরিচয় ও প্রেম। হিন্দু-ব্রাহ্মণ পরিবারের মেয়ের সঙ্গে মুসলমান যুবকের প্রেমের সম্পর্কটি পরিণয় পর্যন্ত গড়ায় সামাজিক বাধা-নিষেধের গণ্ডি পেরিয়ে।
অসবর্ণ বিয়ের প্রতিকূলতা পেরিয়ে সুখের সংসার গড়ে তুলেছিল শিহাব-পূরবী। সুখের সাথে সৌভাগ্যের বারতা নিয়ে রূপবান সন্তান এলো সংসারে। নিরবচ্ছিন্ন এই সুখের ছবিটি হঠাৎ বিবর্ণ হয়ে গেল ছেলের দুরারোগ্য ব্যধি ধরা পড়ার পর।
রাহুলের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রচারের পর বিপুল সাড়া পাওয়া গেল। প্রবাসী বাঙালিদের আগ্রহে চিকিৎসা হলো আমেরিকার নামি হাসপাতালে। কিন্তু সাহায্যের অর্থ স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি করল এক জটিল নৈতিক টানাপোড়েন। একদিকে বাস্তববুদ্ধি থেকে লাভের হাতছানি, অন্যদিকে নৈতিকতা বোধ থেকে সন্দেহ-অবিশ্বাসের বীজ ডালপালা