বিগত ১২ বছরে প্রতিবন্ধী জনগোষ্ঠী ও পথবাসী মানুষ বিশেষত প্রতিবন্ধী মানুষের অধিকার, বঞ্চনা ও যাপিত জীবনধারা নিয়ে জাতীয় পত্রিকা বিশেষত প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, বণিকবার্তা পত্রিকাসহ বিভিন্ন ম্যাগাজিনে প্রায় একশ'র অধিক নিবন্ধ-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর সংকলিত রূপই হলো 'প্রতিবন্ধিতার প্রতিলিপি' গ্রন্থখানা।