কামাল মুহম্মদ কবিতার ক্যানভাসে জীবন ও জগতের রং, রস স্পর্শ করতে চান। ইন্দ্রিয়াতীত অনুভূতির চূড়ায় দাঁড়িয়ে কল্পনার তিরে নিশানা স্থির করেন। বোধকে নিয়ে যান এক ঘোরলাগা অতলের দিকে। আবার ইতিহাস ও ঐতিহ্যের টান তাকে শেকড়মুখীন রাখে।
মন ও মসলার ঘ্রাণ-এ অনেক ঘ্রাণের বিচ্ছুরণ আছে। তিনি নিছক কল্পনায় কবিতার শরীর নির্মাণ করেন না। সময় তাকে ঘুরিয়ে আনে জীবনের কাছে; যে জীবন মানুষের।
পৃথিবীময় যে ক্ষত, অস্থিরতা তার চিত্রও তার দৃষ্টি এড়ায় না। তাই তিনি সহজেই উচ্চারণ করেন, ‘পৃথিবী একবার ডুবে গেলে অন্ধকারে, আলো ফিরে পাওয়া কঠিন।’
কবি কামাল মুহম্মদ তার পঞ্চম গ্রন্থে এসে অনেকটাই পরিণত কবিতা নিয়ে জীবনের কাছে দাঁড়াতে পেরেছেন। যখন তিনি উচ্চারণ করেন, ‘আমিই সময়, সময়ই ঈশ্বর’ এর ভেতর দিয়ে কবির বোধের জায়গাটিও স্পষ্ট হয়ে যায়। পাঠক এই গ্রন্থে একসঙ্গে অনেক ঘ্রাণে বিভোর হবেন বলে মনে করি।
কামাল মুহম্মদ বাংলা কবিতার চিরায়ত ধারায় জড়িয়ে আছেন। তাই তার স্বর লোকায়ত মানুষের। নদীর ঢেউয়ের মতো তরঙ্গায়িত, সহজিয়া ভঙ্গিতে আছড়ে পড়ে।