২০১৫ সালের ২৭শে জুলাই গভীর রাত, কোন উপলক্ষ ছাড়া ফেসবুকে ৯৬৯৮ গ্রুপটার প্রকাশ।
কোনও সুনির্দিষ্ট লক্ষ্য ছিলো না। পাহাড়ের উপর থেকে ছোট্ট একটা বরফের গোলা ছেড়ে দিলে যা হয়। বলটা গড়িয়ে নামে, বড় হয়। সময়ে গতি বেড়ে যায়।
স্নো বল এফেক্ট বলে না?
৯৬৯৮ এও তাই হয়েছে। আমরা বড় হয়েছি। বন্ধুরা যোগ হয়েছে। গতি অনেক বেড়েছে। সারা পৃথিবীতে আমাদের উপস্থিতি।
সময়ের সাথে... রঁদেভু... ফাউন্ডেশন হয়েছে। আমাদের প্রাতিষ্ঠানিক অবস্থান সুদৃঢ়। প্রকাশনা রঁদেভু ফাউন্ডেশনের শুধুমাত্র একটা উইং বললে কম বলা হবে।
আমাদের অসম্ভব আবেগের একটা স্থান। এই উইংটি খুবই স্পর্শকাতরও বটে।
ছাপার অক্ষরের ভুল রয়ে যায় আজীবন।
প্রতিবছর অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রুপের বন্ধুদের লেখা নিয়ে সংকলন প্রকাশিত হয়। এবার সপ্তম সংকলন 'সপ্তর্ষি' নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে।
আমাদের অনেকেরই লেখালেখির গণ্ডি ফেসবুক। ব্যস্ততায় পত্রিকায় লেখা পাঠানো হয় না। নিজের একটা বই প্রকাশের স্বপ্নটাকে গলা দাবিয়ে রাখি। মাঝে মাঝে প্রিয় লেখাটা চুরিও হয়ে যায়। কেউ কপি করে, নিজের নামে চালিয়ে দেয়।