স্যার ফজলে হাসান আবেদ-এর গড়া এই প্রতিষ্ঠানে নিজেদের কেবল ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সীমিত না রেখে সহকর্মীদেরকে মননশীল ও বুদ্ধিবৃত্তিক চিন্তাধারায় কৌতূহলী করে তোলার লক্ষ্যেই 'ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে'র জন্ম । ব্র্যাক ব্যাংকের প্রতিজন সহকর্মীর মাঝে উদ্ভাবনী চিন্তাধারা ও মুক্তবুদ্ধির চর্চা অনুপ্রাণিত করতেই আমাদের এই অবিচল পথচলা । বই পড়ার অভ্যাস মানুষকে নতুন করে ভাবতে শেখায়, উন্নত মানুষ হতে শেখায়। বই নিয়ে সহকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে আমরা নিজেদেরকে নতুন করে আবিস্কার করতে শিখেছি। আর তাই দেশজুড়ে ডেডিকেটেড বুক কর্নার ও আরও অনেকগুলো রিডিং ক্যাফে সৃষ্টির মাধ্যমে আমরা সবার জন্য একটি গঠনমূলক কাজের পরিবেশ তৈরি করতে চাই । একটি মুক্ত চেতনার শিক্ষিত সমাজ গড়ে তোলার ব্রত নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই বই পড়ার এই সংস্কৃতি ছড়িয়ে প্রতিষ্ঠানে। আমাদের এই উদ্যোগ যে কোনো প্রতিষ্ঠানের কর্মশক্তিকে উপকৃত করুক এবং তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করুক-এই আমাদের চাওয়া ।