কারাকুলের মেষ। যাপনের পরতে পরতে যেন কলমের পেরিস্কোপ চোখ, ত্রিপার্শ্বকাচের অনুগামী আশ্চর্য বীক্ষণ, শব্দের বুননে বুননে মেলেছে নিরীক্ষা-বিন্যাসের নিপুণ বিস্তার ৷
সময়োপযোগী কবিতাগুলো পাঠককে শুধু ভাবায় না বরং অনুভবও করায় । একেকটা সময় বা ঘটনা বা অনুভূতি যেন অধীর অপেক্ষা করে-কখন কবি তাকে লেখায় স্থান দেবে। অবহেলিতের আর্তনাদ, প্রেমের সুঘ্রাণ, আফসোস, ঋতুর আধিপত্যময় ক্যানভাস, স্মৃতির অমূল্য অংশের অভিজ্ঞতা কিংবা প্রতিবাদ, সভ্যতার নিপীড়ন, ব্যঙ্গ ও রাজনীতি- এইসব আবর্তে শব্দের মোড়কে উঠে আসে সবই । পাঠককে আকর্ষণীয় কল্পনায় লেখার পটভূমিতে পৌঁছে দেয় অনবধানে।