'ঘর কিংবা ঘোর' উপন্যাসের সাথে আমার যে মধুর সম্পর্ক সেই কথা'ই শুরুতে বলছি। যেভাবে শব্দের সাথে শব্দ মিলে বেড়ে উঠেছে আমার এই উপন্যাস, ঠিক তেমন সময় মাতৃগর্ভে বেড়ে উঠছে আমার অনাগত সন্তান। এই ভেবে আমি ভীষণ শান্তি পাই। বই এবং সন্তান দুজনের পূর্ণতার দীর্ঘ অপেক্ষায় হৃদয়ের যে ব্যাকুলতা তা আটকে রাখা কঠিন। আমি সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সময়টা দীর্ঘ।
এই দীর্ঘতম সময়ে আমাকে আশ্বস্ত করে আমার সহধর্মিণী মারজান চৌধুরী। কিন্তু তার এই মুহূর্তটা আরও চ্যালেঞ্জিং এবং ধৈর্যের। আমি তা দেখি, অনুপ্রাণিত হতে থাকি। বই এবং সন্তান নিয়ে তার সাথে কথা বলি। এইবার বইয়ের কথায় ফিরে আসা যাক। 'ঘর কিংবা ঘোর' সামাজিক ঘরানার উপন্যাস। এই উপন্যাসে রয়েছে ব্যক্তি জীবনের নানান বিসর্জনের কথা, কলহ বিজড়িত পরিস্থিতির কথা, রয়েছে সুবিধাভোগীর পাতানো ফাঁদের কথা। এই উপন্যাসে উঠে এসেছে প্রেমের উত্থান-পতনের কথা। আমার বিশ্বাস এই উপন্যাসের গল্প পাঠকদের হৃদয়কে স্পর্শ করবে।