জীবনের বিনির্মাণ চলে ভাষার উচ্চাঙ্গ ব্যবহারে। প্রবাহমান জীবনের বিচিত্র অনুভূতির প্রকাশ ঘটে কাব্যকথনে। সাধারণ প্রাত্যহিক জীবন বোধের হেরফেরে বিবিধ রূপে প্রকাশ পায় নৈমিত্তিক আদান প্রদান। কবির জীবন বোধ প্রসারিত হয় পঞ্চ ইন্দ্রিয়ের পরিপূর্ণ অনুভবে। শব্দের খেলা চলে কাব্যের আঙ্গিকে। কবি এখানে জীবন মাঝি বহতা নদীর স্রোতে। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয় প্রকৃতি ও প্রেমের স্পর্শ পেয়ে। কবির কলম লিখে চলে বিচিত্র সংবেদনায়। উত্তর আধুনিক চিন্তায় চলে ভাঙ্গা গড়ার খেলা।
অবসাদের ভারমুক্ত হবেন কাব্যপ্রেমিক পাঠক এই প্রত্যাশায় কবির নিবেদন।