একদল স্বপ্নচারী সাধারণ ঘরের সন্তান, যাদের কেউ লেখক নয়। এদের মাঝে দু-একজন এক কি দুটো বই লিখেছে, বাকিরা তা-ও নয়। এদের কবি বলা যেতে পারে, কারণ তারা কল্পনাবিলাসী। এখানে কেউ ষাটোর্ধ্ব, কেউ ত্রিশের নিচে, কেউ কেউ আবার এই দুইয়ের মাঝে অবস্থান করছে। পেশাগত কারণে একই ঘরানার হওয়ায় এরা কেউ কারও শিক্ষক, কেউ সহকর্মী, কেউবা বন্ধু। বয়সে ছোট-বড় হলেও সবাই এক ন্যায্য পৃথিবীর স্বপ্ন দেখে। এরা প্রশ্ন করে, উত্তর খোঁজে। উত্তর খুঁজতে সত্য ঘটনা আর ইতিহাসের আলোকে এক আখ্যান লেখে। আর সেই আখ্যানই-
“কেমন দেশ চাই ?”