সবজান্তা গেজেটগুলো তখনো মানুষের জীবনে জায়গা করে নেয়নি।
পাড়ায়, গলিতে উৎসব হতো বন্ধুত্বের, আতিথেয়তার, সুমধুর বন্ধনের। এবাড়ির জানালা থেকে ওবাড়ির ছাদে চোখাচোখি, হাসি বিনিময়, চমকিত ভালোবাসা কখনো মনের ডায়েরি রঙীন করে তুলতো কখনো বা না পাওয়ার বেদনায় নীল হতো। মধ্যবিত্তের বন্ধনে বিত্তের ছোঁয়া না লাগলেও সাচ্ছন্দ্য ছিল মনের আনাচেকানাচে।
চিঠির প্রচলন কিছুটা মন্থর হয়ে এলেও হলদে খামের রহস্য মনকে পুলকিত করতো। ল্যান্ড ফোনের ক্রিং ক্রিং শব্দের মাঝে লুকিয়ে থাকতো প্রেম, প্রতীক্ষা, প্রশান্তি।
সোনালি যুগটি ছিল নব্বই দশকে। চমৎকার সেই সময়টিকে বন্দি করে পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব ও প্রেমকে ঘিরে লিখা হয়েছে ডাকঘর গলি উপন্যাস।