কাল ধাবমান। সময় বহমান।কালের খেয়া বয়ে চলে সারাবেলা। বেলা অবেলা কালবেলার কথাগুলো 'সময়ের সংলাপ' লালন, পালন ও ধারণ করেছে। তীব্র ও তীক্ষ্ণ ভাবে সময়ের বাঁক বদল। চারদিকের চালচিত্র সুনিপুণ ম্যাকআপ ম্যানের মতো সাজানো হয়েছে।
সময়ের চোখ খোলা, হাত বাঁধা নেই। তাই সময়ের ঘড়ি বেজে উঠতেই সংলাপগুলো গাঁথা হয়েছে মনের মুকুরে। তাই সংলাপগুলো সময়ের আয়না।
ভাবাতে, পোড়াতে, জাগতে, জাগাতে আরাধ্য এই আয়না কোন বায়না রাখেনি। তাই সংলাপগুলো নিঃসঙ্গ ফেরিওয়ালা। একাকী তার পথচলা।
পথে যেতে যেতে তার উপলব্ধি -
'পথ বলে আমি দেব
রথ বলে আমি,
মূর্তি বলে আমি দেব
হাসে অন্তর্যামী।