Category:অনুবাদ সাহিত্য সংকলন/সমগ্র
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
যে বীরপুরুষের কথা ও কাহিনী আমাকে পরিজ্ঞাত করানোর জন্য কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী মিউজের নিকট প্রার্থনা জানাচ্ছি, তিনি হচ্ছেন এমন এক প্রত্যুৎপন্নমতি পুরুষ যিনি পবিত্র ট্রয়নগরী বিধ্বস্ত করার পর বহুদেশ পরিভ্রমণ করেন। বহু নগর ও জনপদ অতিক্রম করে তিনি অর্জন করেন কত অমূল্য অভিজ্ঞতার সম্পদ। নিজের জীবন রক্ষা করে সহকর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কত বিক্ষুব্ধ সমুদ্রের সঙ্গে সংগ্রাম করতে হয় তাঁকে, কত দুঃখ ভোগ করতে হয়।
কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তাঁর সহকর্মীদের জীবনরক্ষা করতে পারেননি তিনি। তারা অবশ্য নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে, কারণ তারা একবার সূর্যদেবতা হাইপীরিয়েনের নিকট উৎসর্গীকৃত বলির বলদগুলি ভক্ষণ করে ফেলে এক চরম নির্বুদ্ধিতার বশবর্তী হয়ে। ফলে অভিশাপ দেন সূর্যদেবতা, তারা যেন আর কোনদিন ফিরতে না পারে তাদের স্বদেশে। এই কাহিনীটি পরিব্যক্ত করার জন্য আমি প্রার্থনা জানাচ্ছি কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবীর কাছে। হে দেবী, এ কাহিনীর যেখান থেকে খুশি শুরু করো।
Report incorrect information