গল্প জীবনের একটা অংশ। আবার পুরো জীবনটাও একটা গল্প। কেউ গল্প বলেন, কেউ লেখেন, কেউ অন্যের গল্প শোনেন বা পড়েন। তার ভিতর থেকেই নিজের জীবনের গল্পটা খুঁজে নেন। কিংবা ভবিষ্যতের একটা ছবি আঁকেন গল্পের মাঝে। গল্প কখনও জীবনকে স্পর্শ করে। আবার কখনও জীবনকে ছাপিয়ে যায়।
গল্পের অলংকার হচ্ছে ভাষা ও শব্দ। এ কথাটা সাহিত্যের সব ক্ষেত্রেই বলা যায়। একটি গল্পের ভেতর এ সবের সম্মিলন না ঘটলে গল্প জীবন লাভ করতে পারে না। জীবনহীন একটা গল্প মূল্যহীন। যতই তার ভাষা অলংকার থাকুক। তার ভেতর প্রাণ না থাকলে সে গল্প মানুষের জীবনে কোনো অনুভূতি সৃষ্টি করতে পারে না।
লেখক বশির আহমেদ সুনিপুণ কৌশলে ক্ষুরধার চিন্তাধারয় ১৩টি গল্পের সমন্বয়ে সাজিয়েছেন চমৎকার এ গ্রন্থখানি। প্রতিটি গল্পে অনন্য অনুভূতির সঞ্চার ঘটানোর চেষ্টা করেছেন। প্রতিটা গল্পকে ফুটিয়ে তুলেছেন সাবলীল ও সহজভাবে। আশা করা যায় গ্রন্থখানি পাঠক মহলে বেশ সাড়া জাগাবে বলে আমার বিশ্বাস।