অনেকেই সরল মনে প্রশ্ন করেন তাবলীগ কী? কাউকে কাউকে বলতে শোনা যায় আমাকে তাবলীগ সম্বন্ধে বলুন। প্রশ্নকারিগণ মনে করেন যে, তাবলীগ এমন একটি সহজ সরল বিষয় যা অল্প কথায় এবং অল্প সময়ে বুঝিয়ে দেয়া যায়। "তাবলীগ" ও "দাওয়াহ” যদি এত সহজই হতো, সারা বিশ্বের এত শত শত, হাজার এবং লক্ষ লক্ষ মানুষ শুধু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাবলীগে বিনিয়োগ করতেন না। এমন লোকের অভাব নেই যারা তাদের সারাটি জিন্দিগি তাবলীগের জন্য কুরবানী করেছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, 'আপনি কি বুঝতে পেরেছেন তাবলীগ কী? তারা অত্যন্ত বিনয়ের সাথে 'না' সূচক ভঙ্গিতে মাথা নাড়বেন।