ভূত না থাকলে বাংলা শিশুসাহিত্য পানসে হয়ে যেতো বহু আগেই। সেই অতীতকাল থেকেই বাংলা শিশুসাহিত্যের বিখ্যাত লেখকেরা ভূতকে বিষয় করে গল্প-কাহিনি লিখেছেন।
ছোটদের প্রিয় লেখক ছড়াকার লুৎফর রহমান রিটন শুধু ভূতকে বিষয় করে এই প্রথম আস্ত একটি নতুন 'ছড়ার বই' লিখেছেন। ভূত নিয়ে এ এক অদ্ভুতুড়ে বই।
এ বইতে ঠাঁই পাওয়া ভূতগুলো এতোটাই আধুনিক যে ওরা ফেসবুকে আইডি খোলে, মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়; উচ্চ-শিক্ষার্থে, চিকিৎসার্থে বিদেশ মানে কানাডায় যায়; এমনকি মানুষবন্ধুর বুক-পকেটে লুকিয়ে থেকে তার সঙ্গে ইশকুলে ক্লাশ করে টিফিনও খায়!
এই বইয়ের ভূতেদের সঙ্গে দুই বাংলার লেখকদের ভূতের কোনো মিল নেই। ছোটদের সাহিত্যে এরকম ভূত আগে কখনো আসেনি।