হয়রত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা রসুলে পাক (দঃ) আমার কাঁধে হাত রেখে বললেন, দুনিয়াতে একজন সাদা-সিধা মুসাফিরের মত জীবন যাপন কর।
হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, তুমি সকাল বেলা সন্ধ্যার জন্য এবং সন্ধ্যাবেলা সকালের জন্য অপেক্ষা করনা। অসুস্থ হবার পূর্বেই নেক আমলে লেগে যাও এবং দুনিয়াতে আখেরাতের সম্বল গ্রহণ করে লও। (মেশকাত)
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি একদিন হুজুর আকরাম (দঃ) এর সাথে এক জানাজায় শরীক হয়ে কবরস্থানে গেলাম। তথায় এক কবরের পাশে দাড়িয়ে হুজুর (দঃ) বললেন, কবর প্রতিদিন অত্যন্ত সুস্পষ্ট আওয়াজে এই ঘোষণা দিতে থাকে যে, হে আদম সন্তান! তুমি আমাকে ভুলে বসে আছে? আমি একটি অপরিচিত বিরান ঘর। এখানে পোকামাকড় ও ভীতি বিরাজ করছে। কিন্তু যার প্রতি আল্লাহ তায়ালা সদয় আমি তার জন্য অত্যন্ত আরামদায়ক। অতঃপর নবী করীম (দঃ) এরশাদ করেন, 'কবর' হয় একটি বেহেস্তী বাগান অথবা একটি নরককন্ড।