আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আবার ভেতরের রাস্তা ধরে ফিরে আসতে থাকল। পূর্বপাড়ার মাঠের কাছাকাছি এসে ওরা মিছিল শেষ করল। পুরো মিছিলে শ্লোগানের নেতৃত্ব দিল সুজন। পতাকাটি ওর হাতে তখনও ধরা। সন্ধ্যে তখন হয় হয়। সূর্য হেলে পড়েছে পশ্চিমে দিগন্তে আড়িয়ল বিলের শেষপ্রান্তে। এই ডিসেম্বরের শীতে ওরা সকলেই ঘেমে নেয়ে উঠেছে। যারা মিছিলে যোগ দিয়েছিল তারা সকলেই যার যার বাড়ি উল্লাস করতে করতে চলে গেল। রইল বাকি ওরা ছয়জন। ওরা পশ্চিম দিগন্তে মুখ করে ক্ষেতের বাতরে বসল। সুজন ওদের সামনের দিকে পতাকাসমেত ডালটি ক্ষেতের মাটিতে পুঁতে দিয়ে আবার বসল। সূর্য অর্ধেক ডুবে গেছে। ওরা তাকিয়ে আছে পতাকার দিকে। মৃদুমন্দ হাওয়ায় পত পত করে উড়ছে পতাকা। পশ্চিম আকাশের পুরোটাই লাল রঙে ছেয়ে গেছে। ছয়জনের মুখে কোন কথা নেই। পিনপতন নীরবতা। পতাকার ওপর দিয়ে দেখা যাচ্ছে সেই আকাশ। সাজু হঠাৎ বলে বসল, আইজকার আকাশ অন্য দিনের চাইতে এত বেশি লাল কেন?