নতুন প্রজন্মের পাঠকের কাছে ফারাহ তাসকিন ইতিমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তার লেখনির মাধ্যমে। থ্রিলার, রহস্য কিংবা প্রেম, জীবনের বহুমাত্রিক বৈচিত্র বিষয়বস্তু তার লেখার উপজীব্য। কবিতা কিংবা কথাসাহিত্য, সবখানেই নিজ প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, লিখেছেন ছোটদের জন্যও।
এ কারণেই হয়তো সকল ধরনের, সকল জনরার পাঠকের কাছেই তিনি সমভাবে সমাদৃত।রহস্য ও ভৌতিক ঘরানার মোট ১২টি গল্প নিয়ে এই বইটি পাঠককে অন্যরকম শিহরণ জাগাবে বলে মনে করি। গল্প পড়তে পড়তে পাঠকের মনে ভয়ের উদ্রেক হলে লেখক বা প্রকাশক দায়ী থাকবে না, বরং এখানেই লেখকের স্বার্থকতা। ..