সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যিনি এক ও সমস্ত ক্ষমতার অধিকারী।
তিনি ক্ষমাকারী ও পরাক্রমশালী। সবকিছুর নিয়ন্ত্রণকারী ও তত্ত্বাবধায়ক।
তিনি দিনকে রাতে পরিবর্তন করেন এবং রাতকে করে দিন। যাতে রয়েছে
জ্ঞানীদের জন্য এক মহাশিক্ষা। পৃথিবীতে যাকে তিনি নির্বাচিত করেন
তাকে সম্মানিতদের মধ্যে গণ্য করে থাকেন। বান্দাদের থেকে যাকে
বাছাই করেন, তাকে সৎলোকদের অন্তর্ভুক্ত করেন। যাকে তিনি পছন্দ
করেন তাকে দুনিয়াবিমুখ করেন। যার কারণে সেসব পুণ্যার্থীরা আল্লাহর
সন্তুষ্টি লাভ করার জন্য নিজের দিন-দুনিয়া উৎসর্গ করে থাকেন। আখেরাতের জন্য সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ অসন্তুষ্ট হন এমন
কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকেন, দোজখের আজাব থেকে নিজেদের
সুরক্ষিত রাখেন। আল্লাহকে হৃদয় থেকে মেনে নেওয়ার চেষ্টা করেন।
সকাল থেকে রাত অবধি সেই মহান রবের স্মরণে নিজেদের নিয়োজিত
রাখেন। সবসময় তারা আল্লাহর যিকিরে তাদের জিহ্বা তরুতাজা রাখেন। যার কারণে আল্লাহর নূরে তাদের হৃদয় আলোঝলোমলে হয়ে ওঠে।
আমি প্রশংসা করছি সেই মহান রবের সমস্ত নেয়ামতের; আমি তাঁর কাছে আরও অসংখ্য দয়া ও অনুগ্রহ কামনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তায়ালা ছাড়া আর মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।১৫: