হে আমার ভাই! তুমি যদি জানতে চাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরতোমার কি হবে? তাহলে তুমি কোন গোরস্থানে যাও। সেখানে কবরগুলোর প্রতি লক্ষ্য কর। তুমি একটা কল্পনা করো যে, এ কবরগুলোর মাঝে আমরাও একটি কবর আছে। অতঃপর তুমি ভেবে দেখ এ কবরে তোমার কি কি জিনিসের প্রয়োজন। দীর্ঘ সময় পর্যন্ত সে তোমার পাশে থাকবে। তখন বুঝবে
তাহলে তোমার নেক আমলসমূহ। এছাড়া দুনিয়ার কোন জিনিসই তোমার সাথে পৌঁছাবে না। বরং দুনিয়ার বস্তুগুলো তোমার জন্য বিপদ ও অফসোসের কারণ হবে। তুমি লক্ষ্য করে দেখ, কবরে তোমার কি অবস্থা হবে। তুমি যদি মৃত্যু ও কবরে নিরাপদ থাকবে নিশ্চিত বলতে পারো তবে ইচ্ছো হয় তাই কর। আর যদি মনে হয়, আমি মৃত্যু ও কবর থেকে পদ নই, তাহলে তুমি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসো। নেক আমলে মনোযোগী হও।