সময় মাত্র পাঁচটা বছর। এরই মাঝে মেয়র নির্বাচন, নির্বাচনের হাজারটা ব্যস্ততা, আশরাফ উদ্দিন খানের কী অসাধারণ একটা বিজয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তাল স্লোগান, ছাত্রের মৃত্যু, ফেরারি জীবন, এমপি সাহেবের মৃত্যু, বীরদর্পে রাজনীতিতে প্রত্যাবর্তন, মাথার ওপরের অভিভাবক হারানোর ব্যথা, সে ব্যথা সরিয়ে মুরুব্বির আসন গ্রহণ; সাব্বিরের জীবনে কত কিছুই-না ঘটে গেছে এই অল্প সময়ে।
ইদানীং সে কেন যেন দুনিয়া বিমুখ হয়েছে কিছুটা। বাসায় বিদেশি মদের ভাণ্ডারটা খাঁ খাঁ করছে। রিসোর্টে যাতায়াতের তেল খরচাও কমে এসেছে। তার বদলে সে এখন হয়েছে ধর্মমুখী।
হাজারো অপকর্মই করা সাব্বিরের কেন হঠাৎ এই পরিবর্তন?