যেহেতু এ গ্রন্থে কুরআন হাদীসের আলোকে পর্দার হুকুম সম্পর্কে আলোচনা করা হয়েছে সেহেতু গ্রন্থখানার নাম দেয়া হয়েছে 'পর্দা আমার অহংকার'। গ্রন্থখানা যাতে সর্বস্তরের মানুষের জন্য বোধগম্য হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখে অত্যন্ত সহজ-সরল ভাষায় লেখার চেষ্টা করছি। এতত্সত্বেও মানুষ হিসেবে ভুলত্রুটি থাকাই স্বাভাবিক। এজন্য অধ্যয়নকালে কোন ভুলত্রুটি পাঠক- পাঠিকাগণের দৃষ্টিগোচর হলে আমাকে অবগত করলে আন্তরিকভাবেই চিরকৃতজ্ঞ হব ও পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব ইনশাআল্লাহ।
অবশেষে পরম করুণাময় আল্লাহ তা'আলার শাহী দরবারে প্রার্থনা, তিনি যেন স্বীয় মেহেরবাণীতে গ্রন্থখানা আমার ও সুহৃদয় পাঠক-পাঠিকাগণের পরকালীন নাজাতের অসিলা হিসেবে কবুল করে নেন। আমীন! ছুম্মা আমীন!!