আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
দৈনন্দিন জীবনের নানান বিষয়কে যথাযথভাবে শব্দের শৈল্পিক সমাহারে উপস্থাপন করাই মূলত কবিতা, যা কবির আবেগ-অনুভূতি, চিন্তা-চেতনার সংক্ষিপ্ত রূপ এবং তা আবশ্যিকভাবে উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্পের আন্দোলিত পটভূমি। কবিতা হচ্ছে কাদামাটির মতো মোহনীয়, নরম এবং মসৃন, যাকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে বেধে রাখা কঠিন। কবি তার কল্পনাশক্তির বহিঃপ্রকাশ ঘটায় শব্দের মাধ্যমে, অনুভূতির অনুরণন তোলা ছন্দের গাথুনিতে।